ভালবাসা মানেই কী টকটকে লাল গোলাপ অখবা ফুল? ভালবাসা আর গোলাপ এই দুয়ের
মধ্যে যেন অদৃশ্য একটা সম্পর্ক জড়িত। গোলাপ দেখলেই ভালবাসার মানুষের কথা
অনায়াসে মনে পড়ে যায়। রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন কোনো তরুণী-তরুণী গোলাপ
হাতে নিয়ে যাচ্ছে। অমনি যে কেউ ভেবে বসল গোলাপটি তার ভালবাসার মানুষের কাছ
থেকে পাওয়া অথবা ভালবাসার মানুষকে দেবে বলেই নিয়ে যাচ্ছে। এমনটা ভাবা কী
অস্বাভাবিক? সর্ম্পকের বিশেষ দিনে একটা লাল গোলাপ উপহার দিতে পারলেই যেন
সাত খুন মাপ।
|
লাল গোলাপ |
0 Comments