ফুল আমারা সবাই ভালবাসী। যদি হয় গোলাপ ফুল ,নিতে হয় বাকুল। কারন কি জানেন ? আমরা মনে করি গোলাপ হল ভালবাসার প্রতিক,যাকে ভালবাসি আমরা ,তাকে আমি তোমাকে ভালবাসি কথাটি বলবার সময় হাতে এক খানা লাল গোলাপ থাকাচাই ।আমি তোমাকে ভালবাসি মুখে বলতে না পারলে,টকটকে লাল গোলাপ হাতে নিয়ে তার সামনে দাঁড়ালে সে জেন বুঝতে পারে আমি তাকে ভালবাসি। আর এই কারনেই টকটকে লাল গোলাপ আমরা এত ভালবাসি।
0 Comments